আসসালামু আলাইকুম…
“LQDhaka” - মাদিনা আরবী” শেখার অনলাইন ইন্সিটিউট -এ সকলকে স্বাগতম।
কুরআনের ভাষার সাথে গভীর সংযোগ গড়ে তুলতে নিবেদিত, কুরআনের ভাষা আরবী শেখার জন্য একটি উৎকৃষ্ট অনলাইন প্রতিষ্ঠান। দক্ষ শিক্ষকদের পরিচালনায় ও আকর্ষণীয় কোর্সের মাধ্যমে এটি শিক্ষার্থীদের কুরআন বুঝে পড়তে সক্ষম করে তোলে।
“মদিনা আরবী” কি?
ড. ভি আব্দুর রহীম কর্তৃক উদ্ভাবিত “আরবী-যাদের-মাতৃভাষা নয় তাদের জন্য আরবী” এই নামে পরিচিত কোরআনের ভাষা বুঝে পড়ার জন্য একটি কোর্স, যা সারা দুনিয়াতে “মদিনা আরবী” নামে পরিচিত।
“মদিনা আরবী” কেন?
- আল-কুরআন পড়ে বুঝতে পারার জন্য যা যা ভাষাগত জ্ঞান দরকার তার সবই বিদ্যমান মদিনা আরবীতে।
- আমাদের উপমহাদেশে মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আরবী ভাষার যা কিছু পড়ানো হয়, তার সবকিছুই এখানে পাবেন।
- কিন্তু সময় লাগবে অনেক অনেক কম। ভিত্তি হবে আরও মজবুত। শিক্ষার্থী পাবেন একটি শক্তিধর হাতিয়ার আর দৃঢ় মনোবল। অর্জিত জ্ঞান হবে সমাজের জন্য বরকতময়।
মদিনা সিরিজের বইগুলো কোথায় পড়ানো হয়?
- এটা পড়ানো হয় পৃথিবীর প্রতিটি মহাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে।
- মদিনা বিশ্ববিদ্যালয়ে
- একশোরও বেশী আমেরিকান স্কুল কলেজে আর ও-লেভেল এ-লেভেলের পাঠ্যবই হিসাবে।
মদিনা আরবি কোর্স কাদের জন্য?
- পৃথিবীর যেকোনো প্রান্তের বাংলাভাষী বোন ও ভাইদের জন্য, যারা আরবি শিখে সরাসরি কুরআন পড়তে, বুঝতে, শেখাতে আর রিসার্চ করতে আগ্রহী।
- যারা ঘরে বসে বা ক্লাসে বসে আরবি ভাষা শিখতে চান।
- যারা আরবি ভাষার বিশ্বমানের শিক্ষক হতে চান।
যাঁদের অবদানে এই “মদিনা আরবী”
ড. ভি. এম. আব্দুর রহিম (১৯৩৩–২০২৩)
বিখ্যাত মদিনা আরাবী সিলেবাসের উদ্ভাবক, ড. ভি. এম. আব্দুর রহিম মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং পরে তিনি মদিনার কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সের অনুবাদ বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন।
নিজে নিজে আরবী শেখার সময় থেকেই তিনি অনারবীয় শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে ভাবতে শুরু করেন। তিনি অনুধাবন করেন যে সমস্যাগুলো সহজেই সমাধান কর যায় যদি মুল বিষয়গুলো আগে ভালোভাবে আয়ত্ত্ব করার পরে অন্যান্য বিষয় নিয়ে কাজ শুরু করা হয়। তিনি দেখলেন সমস্যাগুলোর সহজ সমাধান হলো “আগে মূল বিষয়, পরে বাকীগুলো”।
তার শিক্ষাদর্শন ছিল কুরআনের সাথে সরাসরি সংযোগ স্থাপনে উৎসাহ প্রদান, যাতে শিক্ষার্থীরা অনুবাদের উপর নির্ভর না করে আল্লাহর বার্তা সরাসরি বুঝতে পারে। এই উদ্দেশ্যে তিনি মদিনা আরবি কোর্স সিরিজ লিখেন, যা বিশ্বব্যাপী অ-আরবি ভাষাভাষীদের আরবি শেখার জন্য ব্যবহৃত হয়।
আসিফ মেহের আলী
মদিনা আরবি কোর্স এর একজন সনামধন্য শিক্ষক। ইসলাম কে গভীর ভাবে জানার প্রয়াসে যিনি কুরআন বুঝে পড়তে, প্রথমে নিজে “মদিনা আরবী” শিখেন এবং পরবর্তীতে অন্যদের শেখানোর উদ্দেশ্যে কানাডার টরন্টো শহরে “LQToronto” প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার বই গুলো পড়ানোর সময় এর সাথে একটি বিশেষ শিক্ষা-পদ্ধতি সংযুক্ত করেন। তার শেখানোর এই বিশেষ পদ্ধতি শেখার অভিজ্ঞতাকে শিক্ষার্থিদের কাছে সহজ এবং উপভোগ্য করে তোলে। সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁর এই ক্লাস গুলোর you tube ভিডিও দেখে আজও উপকৃত হচ্ছেন।
রেজাউল করিম স্যার (১৯৪৮–২০২৩)
বাংলাদেশে “মদিনা আরবী” কে প্রাতিষ্ঠানিক রূপ দানের ক্ষেত্রে একজন অন্যতম সফল পথ প্রদর্শক। রেজাউল করিম স্যার BUET থেকে ১৯৬৮ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করেন এবং বিশ্বের বিভিন্ন দেশে নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। কুরআনের প্রতি তার ভালোবাসা তাঁকে কুরআনিক আরবী ভাষা শিক্ষায় উদ্বুদ্ধ করে।
রেজা করিম স্যার কানাডায় বসবাস কালীন সময়ে ব্রাদার আসিফ মেহেরআলীর একজন সরাসরি ছাত্র ছিলেন। দেশে ফিরে তিনি মদিনা আরবীকে বাংলা-ভাষা-ভাষীদের কাছে সহজলভ্য করার জন্য আন্তরিক প্রচেষ্টা শুরু করেন। তারই ফলশ্রুতিতে জন্ম নেয় LQDhaka। ২০০৬ সাল থেকে শুরু করে তাঁর নিরলস প্রচেষ্টায় এবং সরাসরি তত্তাবধানে সহস্রাধিক শিক্ষার্থী “ডিপ্লোমা ইন মদিনা আরবী” কোর্স সম্পন্ন করেছেন। তার সহজ ও সাবলীল শিক্ষাদান পদ্ধতি ও অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব অসংখ্য শিক্ষার্থীর জীবনে বিশেষ ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হয়েছে।
অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে ড. আব্দুর রহিম এর অনুমোদন সাপেক্ষে মদিনা আরবীর মূল তিনটি বইকে বাংলা ভাষায় ১০ খণ্ডে আনুবাদিত করে আমদের উপহার দিয়ে গেছেন তিনি ।
আমাদের ভিশন
আমাদের স্বপ্ন এবং বিশ্বাস বাংলাদেশে একদিন আমরা সবাই আল-কুরআন বুঝে পড়তে সক্ষম হবো, রিসার্চ করবো, একেকজন সুদক্ষ শিক্ষক হয়ে সমাজ ও দেশ তথা মানুষের সার্বিক উন্নয়নে যথাযোগ্য ভূমিকা রাখবো। ইনশা আল্লাহ।