কুরআন বুঝে পড়ুন অন্তর দিয়ে অনুধাবন করুন

LQDhaka কর্তৃক পরিচালিত অনলাইন "মদিনা আরবী" কোর্স সমূহের মাধ্যমে
কোরআনের ভাষা শিখুন

LQDhaka -এর পরিচিতি

LQDhaka একটি কুরআনিক আরবী শিক্ষা  প্রতিষ্ঠান যা বাংলাদেশে বিখ্যাত *মদিনা আরবী কোর্স* প্রবর্তনের ক্ষেত্রে অন্যতম অগ্রদূত। 

আরবী যাদের মাতৃভাষা নয় তাদের উদ্দেশ্যে রচিত এই বিশ্বখ্যাত মদিনা আরবী সিলেবাস সহজ ও সাবলীল পন্থায় আরবী শেখানোর জন্য সারা বিশ্বে স্বীকৃত।  বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের উপযোগী করে এই সুবিন্যস্ত এবং কার্যকরী পদ্ধতিটি বাংলাদেশে আনোয়নের মাধ্যমে LQDhaka কুরআনীক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। শিক্ষার্থীদের কুরআনকে সরাসরি এর মূল ভাষায় বুঝতে সক্ষম করেছে।  

২০০৬ সাল থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন শিক্ষাক্রম ও পেশা থেকে আসা সহস্রাধিক শিক্ষার্থি আমাদের ডিপ্লোমা কোর্স সমূহ সম্পন্ন করেছেন। যাদের অনেকেই ইতিমধ্যে নিজ নিজ উদ্যোগে| মদিনা আরবীর সুযোগ্য শিক্ষক হবারও যোগ্যতা অর্জন করেছেন।

কুরআনের ভাষা শেখার উদ্দেশ্য ও গুরুত্ব

যে কোন ভাষা শেখার উদ্দেশ্য কখনোই শুধুই পড়তে পারা নয়, বরং পড়ে অর্থ বুঝতে পারাটাই এর মূল উদ্দেশ্য।

দুঃখজনক হলেও, আল-কুরআন পৃথিবীর একমাত্র বই যেটা প্রায়শই না বুঝে পড়া হয়। 

সূরা ইব্রাহিম এ আল্লাহ তায়ালা বলেন, 

الٓرۚ   كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ لِتُخۡرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ

“আলিফ-লাম-রা; (হে রসুল) এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি-যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন।” (১৪:১)

অর্থাৎ কুরআন মানুষ কে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। কিন্তু কিভাবে কুরআন আমাদের আলোর পথ দেখাবে যদি আমরা এর ভাষাই না বুঝি?

কুরআন বোঝার জন্য অনুবাদ যথেষ্ট নয় কেন?

إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ

“আমি একে করেছি, আরবী ভাষায় একটি কুরআন, যাতে তোমরা বুঝতে পারো।”
(৪৩:৩)

আল্লাহর বাণীকে অন্তর দিয়ে অনুধাবন করতে হলে কুরআনকে তার মূল ভাষা আরবীতেই বোঝা খুবই জরুরি। কারন, কোরআনের অনুবাদ কখনই আল্লাহ্‌র কালাম নয়। অনুবাদে মূল ভাষার অন্তর্নিহিত বার্তা ও মাধুর্য অনেকটাই হারিয়ে যায়।

 LQDhaka এ র সাথে আল-কোরআন এর ভাষা শিখুন। কুরআনের ভাষাগত তাৎপর্য অনুধাবনের মাধ্যমে এর অপার জ্ঞান সবার হৃদয়ের গভীরে প্রবেশ করুক এটাই আমাদের প্রত্যাশা ও প্রচেষ্টা।

কেন LQDhaka বেছে নেবেন?

পরীক্ষিত সিলেবাস

এই প্রতিষ্ঠানটি ড. ভি. আবদুর রহিমের বিশ্বখ্যাত মদিনা আরবি সিলেবাস ব্যবহার করে, যা বাংলা ভাষাভাষীদের জন্য উপযোগী করে সাজানো হয়েছে।

অভিজ্ঞ শিক্ষকবৃন্দ

অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের দ্বারা পরিচালিত।

সহজলভ্য শিক্ষা পদ্ধতি

অনলাইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কুরআনিক আরবি শেখার সুযোগ।

আমদের কোর্স সমূহ 

LQDhaka “মদিনা আরবী” নামে সুপরিচিত সিলেবাস আনুসরন করে “ডিপ্লোমা ইন মদিনা আরবী” এবং “ডিপ্লোমা ইন অ্যাডভান্স মদিনা আরবী” নামে দুটি অনলাইন ডিপ্লোমা কোর্স পরিচালনা করে।

কোর্সের সময়সীমা

DIMA: ডিপ্লোমা ইন মদিনা আরবী (Diploma in Madina Arabic)

সেমিস্টার – ১ থকে ৫

বই – মদিনা আরবী রিডার ১ থেকে ৫

প্রতিটি সেমিস্টার : তিন থেকে চার মাস

DIAMA : ডিপ্লোমা ইন অ্যাডভান্স মদিনা আরবী (Diploma in Advance Madina Arabic)

সেমিস্টার – ৬ থকে ১০

বই – মদিনা আরবী রিডার ৬ থেকে ১০

প্রতিটি সেমিস্টার : তিন থেকে চার মাস

শিক্ষা পদ্ধতি

Zoom এর মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়া হয়। ক্লাসের রেকর্ডিং YouTube চ্যানেলে আপলোড করা হয় এবং WhatsApp গ্রুপে লিংক শেয়ার করা হয়, কাজেই ক্লাস মিস হলেও পরে শোনার সুযোগ রয়েছে। সাপ্তাহিক কুইয এবং প্রয়োজনীয় ক্লাশ নোট WhatsApp গ্রুপে শেয়ার করা হবে। ক্লাসে বা ক্লাসের বাইরে পড়া সংক্রান্ত যে কোন সমস্যায় পুর্ন সহযোগিতা করা হবে। প্রয়োজনে ওস্তাদের সাথে সরাসরি যোগাযোগ করিয়া সমাধান চাওয়া যাইবে ।

ক্লাস শিডিউল

সপ্তাহে মাত্র দুইটি ক্লাস, ১ ঘন্টা করে। শিক্ষার্থিগন তাদের সুবিধা মতো সকাল অথবা সন্ধ্যা যেকোন একটি সেশনে যুক্ত হতে পারেন।

Open chat
Hello
Can we help you?